ভালো ভালো শাড়ি bhalo saree

‘বহ্নি’ শাড়িটার প্রথম লট বেশ আগে আসা সত্ত্বেও আমি পেইজে দেইনি। কারণ ‘বহ্নি’ আমার অনেক ভাবনার ফসল, অনেক আদরের প্রোডাকশন। তাই চেয়েছিলাম বৈশাখের এক তপ্ত মধ্য দুপুরে, চারিদিক যখন শান্ত ও নিরব, দূরে শোনা যাবে একাকী কোকিলের ডাক, ঠিক তখন কোকিলের মতোন কুঁচকুচে কালো জমিনে গনগনে সূর্যের আগুনের সব সৌন্দর্যকে ধারণ করা বহ্নিকে আপনাদের সামনে নিয়ে আসবো।

আজকের দিনটা কিন্তু ঠিক সেরকম, একদম চিরায়ত বাংলার তপ্ত বৈশাখী দুপুর। এরকম দুপুরে আমার মন ভাবুক হয়ে উঠে। আমার কল্পনায় এখন টাঙ্গাইলের নিভৃত পল্লীতে আম, কাঁঠালের ছায়াঘেরা এক তাঁত ঘরে বসে গর্ততাঁতে তাঁতিরা বুনে চলছে বহ্নি শাড়ির আঁচল। আর সেই তাঁতির বোনা বহ্নিকে গায়ে জড়িয়ে যেন এক চঞ্চলা চিরায়ত বাঙালি তরুণী বসে আছে আমাদের যশোরের গ্রামের বাড়ির দোতলায় উঠবার সিঁড়িটায়। আনমনে তাকিয়ে আছে দূরে বয়ে চলা কপোতাক্ষের দিকে।

কোকিলের মতোন কুচকুচে কালো জমিনে টুকটুকে লাল আর পাকা হলুদ গঙ্গা-যমুনা পাড় এই শাড়িটায়। দুই রঙের সুতায় করা ঘাসফুলের মতোন ফুল, আর আঁচলে মান্ডালা ডিজাইন। একদম আদুরে শাড়ি যাকে বলে, যে শাড়িকে এক দেখায় বুকে চেপে ধরতে ইচ্ছে করে ‘বহ্নি’ ঠিক তেমন।

ভালো ভালো শাড়ি

bhalo saree

কোকিলের মতোন কুচকুচে কালো জমিনে টুকটুকে লাল আর পাকা হলুদ গঙ্গা-যমুনা পাড় এই শাড়িটায়। দুই রঙের সুতায় করা ঘাসফুলের মতোন ফুল, আর আঁচলে মান্ডালা ডিজাইন। একদম আদুরে শাড়ি যাকে বলে, যে শাড়িকে এক দেখায় বুকে চেপে ধরতে ইচ্ছে করে ‘বহ্নি’ ঠিক তেমন।

আঁচলে আমাদের তাঁতিরা খুব যত্ন করে সুতি সুতায় ট্যাসেল বেঁধে দিয়েছেন। এবার বলুন?? বহ্নিকে আপন করে নেবেন তো আপনারা??

Shopping Cart
Home
Category
1
Search
WhatsApp
Scroll to Top